লক্ষ্মীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মজুপুর এলাকায় একটি বাড়ি থেকে শারমিন আক্তার রিমি (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
রিমি দক্ষিণ মজুপুর গ্রামের দেলোয়ারের স্ত্রী। ঘটনার পর থেকে তিনি পলাতক।
শ্বশুরবাড়ির লোকজনের ভাষ্য, রিমি আত্মহত্যা করেছেন। তবে রিমির ভাই মো. মোহসিন অভিযোগ করে বলেন, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাঁর বোনকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর অপচেষ্টা চালাচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিন মাস আগে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চরমণ্ডল গ্রামের নূর নবীর মেয়ে রিমির সঙ্গে দেলোয়ারের বিয়ে হয়। প্রেমের বিয়ে হলেও প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। গতকাল সন্ধ্যায় ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় রিমির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আফসারুল ইসলাম রুবেল বলেন, লাশের ময়নাতদন্তের পর এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।