বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী এবং মুক্তিবাহিনী প্রধান ও পাবনায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বকুল স্মৃতি সংসদ ও স্থানীয় গোপালপুর ক্লাব দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। এ কর্মসূচির মধ্যে ছিল সকালে শোক র্যালি ও সদর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ এবং বিকেলে গোপালপুর ক্লাব মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট পাবনা জেলা শাখার সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বীর মুক্তিযোদ্ধা মরহুম রফিকুল ইসলাম বকুল পাবনা সদর আসন থেকে আওয়ামী লীগ থেকে একবার এবং বিএনপির হয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালের ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দানে পাবনায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তিনি দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ছিলেন।