ময়মনসিংহে বিএনপির মিছিলে পুলিশের বাধা
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপিকে মিছিল বের করতে দেয়নি পুলিশ। আজ রোববার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নতুনবাজারের দলীয় অফিস থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে নেতা-কর্মীরা দলীয় অফিসের সামনে ব্যানার নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম সম্পাদক কাজী রানা ও শাহ শিব্বির আহমদ ভুলু, নগর বিএনপির সাংগাঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এম এ হান্নান খান, শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, মহিলা দলের সভাপতি রায়হানা ফারুক প্রমুখ।