হাসপাতালের বারান্দায় নবজাতক কন্যা রেখে পালালেন মা
ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলার বারান্দায় তিন দিন বয়সী নবজাকত কন্যা শিশুকে ফেলে রেখে ‘পালিয়েছে শিশুটির মা’।
সংবাদ সংস্থা ইউএনবি জানায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিশুর কান্না শুনে বারান্দায় গিয়ে সেখানে কন্যা শিশুটিকে একটি বিছানার নীচে কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় হাসপাতালের কর্মচারী খাদিজা। অভিভাবক না পেয়ে খাদিজা বিষয়টি কর্তব্যরত সেবিকা ও চিকিৎসকদের অবহিত করেন।
হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগী জানান, সন্ধ্যার দিকে বোরকা পরিহিত এক নারী শিশুটি অসুস্থ বলে কোলে নিয়ে দোতলায় ঘোরাঘুরি করছিলেন।
এদিকে হাসপাতালে শিশু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে অনেকে শিশুটিকে দেখার জন্য হাসপাতালে ভিড় করে। এদের মধ্যে অনেকে শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ দেখান।
শিশুটির কোনো অভিবাবক না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রাত ১২টার দিকে উপজেলা ও জেলা প্রশাসনের উদ্যোগে শিশুটিকে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর জিম্মায় উন্নত চিকিৎসার জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নুরুল আমিন বলেন, ‘শিশুটি হাসপাতালে জন্মগ্রহণ করেনি। অন্য কোথাও জন্মের পর শিশুটিকে তার মা কৌশলে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।’