দেবিদ্বারে যুবকের লাশ উদ্ধার
কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী এলাকা সাহারপাড় থেকে ফাহাদ (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর বাসস্টেশনের পশ্চিম-উত্তর পাশে নির্মাণাধীন সিএনজি পাম্প এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাহাদ চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের লগড্ডা গ্রামের হুমায়ূন কবিরের ছেলে। তিনি ইলিয়টগঞ্জ বাজারের স্বপন মিয়ার অটোপার্টসের দোকানে চাকরি করতেন। বাজারের পাশের লাজৈর আবু তাহেরের বাসায় ভাড়া থাকতেন ফাহাদ।
স্থানীয় বাসিন্দারা জানান, সিএনজি পাম্প এলাকায় বিকেলে একটি খড়ের স্তূপ থেকে খড় নেওয়ার সময় এক ব্যক্তি একটি লাশ দেখে স্থানীয় লোকজনকে জানায়। পরে ফাহাদের মা-বাবাসহ পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন এনটিভি অনলাইনকে জানান, ঘটনাস্থলে গিয়ে তাঁরা জানতে পারেন, এলাকাটি দেবিদ্বার থানার মধ্যে পড়েছে। তিনি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে ধারণা করা হচ্ছে, দিনদুপুরেই তাঁকে হয়তো হত্যা করে ফেলে রেখে গেছে।
দেবিদ্বার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছে বলে জানায় পুলিশ।