হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
হবিগঞ্জে চিকিৎসার জন্য শহরে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক কৃষক। আহত হয়েছেন ১০ জন। শুক্রবার দুপুরে শহরতলির রিচি এলাকায় একটি চাঁদের গাড়ি (নসিমন করিমন-জাতীয় জিপ গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে লাখাই উপজেলার বামৈ থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী ‘চান্দের গাড়ি’ শহরতলির রিচি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের কৃষক আলী আকবর (৫০)। এ ছাড়া দুর্ঘটনায় আহত হয় ওই গাড়ির ১০ যাত্রী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর মিয়া (৫০), সুরমা বেগম (৪০), রূপসা বেগম (২৫), আবদুর রহমান (২৬), আনোয়ার মিয়া (৬০), সফরচান বিবিকে (৬৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।