এরশাদের আসনে ছেলের জয়
প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসনে তাঁর ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ বিজয়ী হয়েছেন। রংপুর-৩ আসনের উপনির্বাচনে সাদ এরশাদ লাঙ্গল প্রতীক নিয়ে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয় পেয়েছেন।
সাদ এরশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের রিটা রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট। মোটরগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার ওরফে আসিফ (আসিফ শাহরিয়ার) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।
গত ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান রংপুর-৩ আসনের সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর রংপুর-৩ আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। বেশির ভাগ ভোটকেন্দ্র ফাঁকা ছিল।
২১ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানিয়েছেন।
সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২১ হাজার ৩১০ জন ও নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৭৬২ জন।
এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ছয় প্রার্থী। তাঁরা হলেন এরশাদের ছেলে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আলমাহি সাদ এরশাদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটর গাড়ি), বিএনপি জোটের প্রার্থী রিটা রহমান (ধানের শীষ), এনপিপির শফিউল আলম (আম), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) ও গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লা বায়েজীদ (মাছ)।