চুয়াডাঙ্গায় গৃহবধূ খুন, স্বামী পলাতক
চুয়াডাঙ্গার সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে আলেয়া খাতুন (৪০) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী রহম আলী পলাতক। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটেছে। সকাল ৮টায় সদর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহতের বড় মেয়ে রহিমা খাতুন জানান, শনিবার রাতে তাঁর বাবা-মা ও দুই বোন ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে একটি শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখতে পান, বাবা দ্রুতগতিতে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আর ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক গোলযোগের কারণেই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।