ফেনীতে বাড়ির পাশেই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ফেনী সদর উপজেলায় রবিউল হক মানিক নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাজিলপুর ইউনিয়নে বাড়ির পাশেই তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। কে বা কারা এ হত্যাকাণ্ড চালিয়েছে, তা এখনো জানতে পারেনি পুলিশ।
নিহত রবিউল উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। রবিউল পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।
বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর হায়দার জানান, গতকাল রাত সাড়ে ১১টার দিকে ফাজিলপুর বাজারের পাশে রবিউলের বাড়ির দরজার কাছেই তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সকাল ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান ওমর হায়দার।