ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা মা ও মেয়েকে গলা কেটে হত্যা
টাঙ্গাইল পৌর এলাকার ভাল্লুককান্দি গ্রামে অন্তঃসত্ত্বা মা ও মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাল্লুককান্দি গ্রামের আল আমিনের স্ত্রী লাকী বেগম (২২) ও তাঁদের মেয়ে আলিফা (৪)। লাকী বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন আজ রোববার সকালে বলেন, গতকাল রাত ১২টার দিকে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।