দামুড়হুদা ইউপি চেয়ারম্যান শরিফুল বরখাস্ত
চুয়াডাঙ্গার দামুড়হুদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শরিফুল আলম মিল্টনকে (৪৫) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে সাময়িক বহিষ্কার করার কথা জানানো হয়।
ইউপি চেয়ারম্যানকে বহিষ্কারের বিষয়টি আরো জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান। আদেশের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন চেয়ারম্যান শরিফুল আলমও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চেয়ারম্যান শরিফুল আলমের বিরুদ্ধে ২০১৪ সালের ১৮ মে অস্ত্র আইনের একটি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমানে মামলাটি চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।
২০১১ সালের ২১ জুন তারিখে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেন শরিফুল আলম। তাঁর বিরুদ্ধে ওই মামলা ছাড়াও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আরো একটি মামলা আছে।