রামগড়ে আগুনে পুড়ল ৮ দোকান
খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল বাজারে ভয়াবহ আগ্নিকাণ্ডে পুড়ে গেছে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল রোববার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. আবদুল মান্নান জানান, বাজারের পূর্বপাশের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে বাজারের মুদিদোকান, চায়ের দোকান, ইলেকট্রিক দোকনসহ আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভির ডিফেন্সের ওয়ার হাউস পরিদর্শক হাবিবুল্লাহ বাহার জানান, খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তফা হোসেন, রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম, পাতাছড়া ইউপি চেয়াম্যান নুরুল আলম প্রমুখ।