যুবলীগকর্মীর লাশ নিয়ে মৌন মিছিল
চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় নিহত যুবলীগকর্মী আজিজুল ইসলামের লাশ নিয়ে মৌন মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় তাঁর মরদেহ মানিকদিহি কবরস্থানে দাফন করা হয়।
সকালে সদর হাসপাতাগের মর্গে ময়নাতদন্ত শেষে যুবলীগকর্মী আজিজুল ইসলামের লাশ নিয়ে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুল হক, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দারসহ অনেক নেতা-কর্মী অংশ নেন।
মৌন মিছিল শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতা-কর্মীরা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল যুবলীগকর্মী আজিজুলকে পরিকল্পিতভাবে খুন করেছে। খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) এইচ এম কামরুজ্জামান খান আজ দুপুরে জানান আজিজুল ইসলাম নিহতের ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি।