কালিয়াকৈরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ভ্যানচালক (২৮) নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার চন্দ্রা খাড়াজোড়া এলাকার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভ্যানটি একটি গলি থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উঠতে যাচ্ছিল। এ সময় টাঙ্গাইল থেকে গাজীপুরগামী বালুভর্তি একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ভ্যানটি দুমড়েমুচড়ে চালকসহ দূরে ছিটকে পড়ে। এ ঘটনায় ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করেছে।