সাতক্ষীরায় পিকআপের চাপায় মাদ্রাসাছাত্র নিহত
সাতক্ষীরায় পিকআপের চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলার কালীগঞ্জ উপজেলার নলতা তারালী সড়কের কাশিবাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। লোকজন ওই পিকআপটি আটক করেছে।
নিহত ছাত্রের নাম শাহীনুর রহমান। সে কালীগঞ্জ উপজেলার বাবুরাবাদ গুচ্ছগ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সে ইন্দ্রনগর ছিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষে পড়ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল খেলা দেখার জন্য বাড়ি থেকে সাইকেলে তারালী হাইস্কুল মাঠে যাচ্ছিল শাহীনুর। বিকেল ৪টার দিকে কাশীবাটি মোড়ে রাস্তা পার হওয়ার সময় নলতাগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় পড়ে গেলে ওই পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। লোকজন পিকআপটি আটকের আগেই চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়াজ মোহাম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।