কুমিল্লার চান্দিনায় পেট্রলবোমাসহ আটক ১
কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি পেট্রলবোমাসহ আদিল (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। আদিলের বাড়ি দেবিদ্বার উপজেলার ছোট শালঘর গ্রামে।
আনসার-ভিডিপির প্লাটুন কমান্ডার মাইনুদ্দিন এনটিভি অনলাইনকে জানান, তাঁরা গতকাল সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় আদিলকে ঘোরাঘুরি করতে দেখে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। একপর্যায়ে তাঁর কাছে কাচের বোতলে টেপ মোড়ানো একটি পেট্রলবোমা পাওয়া যায়। পরে তাঁরা আনসার-ভিডিপির কর্মকর্তা মো. তরিকুল ইসলামকে খবর দেন। তরিকুল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদ ও চান্দিনা থানায় খবর দেন। পরে পুলিশ এসে আদিলকে আটক করে থানায় নিয়ে যায়।