নবীগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভরগাঁও গ্রাম থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
এঁরা হলেন গ্রামের দুলাই মিয়ার ছেলে জুবায়ের মিয়া ও তাঁর স্ত্রী লিমা বেগম।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে জুবায়ের ও লিমার বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান নেই। গতকাল শনিবার রাতে খাবার খেয়ে অন্যান্য দিনের মতো তাঁরা ঘুমিয়ে পড়েন।
রোববার সকালে দুলাই মিয়া ছেলেকে ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে গোপলার বাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন বলেন, পরিবারের দাবি এটি আত্মহত্যা। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জের ধরে তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।