হিলি সীমান্তে বারুদসহ দুজন আটক
দিনাজপুরের হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে তিন কেজি বারুদ (গান পাউডার) উদ্ধার করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার জানিয়েছেন, আজ মঙ্গলবার রাতে ভারত থেকে পাচার করে আনার সময় বারুদসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছেন হিলির উত্তর বাসুদেবপুর গ্রামের বাসিন্দা তৌকির আহমেদ (২৬) ও পালপাড়া গ্রামের বাসিন্দা সামাদ (৩২)।
আটক দুজন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।