খাগড়াছড়ি ও মাটিরাঙায় প্রথম দিন মনোনয়নপত্র কিনলেন ৭৬ জন
আসন্ন পৌরসভা নির্বাচনের মনোনয়ন বিক্রির প্রথম দিনে আজ বৃহস্পতিবার ৭৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।
এরমধ্যে খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট সমারী চাকমা ও ব্যবসায়ী দীপায়ন চাকমা এবং সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তিনজন মনোনয়নপত্র কিনেছেন।
মাটিরাঙায় মেয়র পদে বিএনপি নেতা বাদশা মিয়া এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র কিনেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।