দীঘিনালায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বাসটার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তপন চক্রবর্তী (৩৭) উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার জহরলাল ঠাকুরের ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে উপজেলার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তপন। পরে উপজেলা সদর হাসপাতাল থেকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।