প্রতিবন্ধিদের পাশে দাঁড়ানোর আহ্বান ভারতীয় কূটনীতিকের
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রতিবন্ধী ও হতদরিদ্রদের প্রতিষ্ঠান কনর্সান সার্ভিসেস ফর ডিজেবলড (সিএসডি) পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় কূটনীতিক প্রতিষ্ঠান পরিদর্শনে যান। এ সময় তিনি প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মো. শহিদ হোসেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, সিএসডির প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ভারতের সহকারী হাই কমিশনার সিএসপির প্রশংসা করে বলেন, প্রতিবন্ধিরা সুযোগ পেলে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে তার বড় প্রমাণ এই প্রতিষ্ঠান।
প্রতিবন্ধিদের বোঝা না ভেবে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান সোমনাথ হালদার। মতবিনিময় সভা শেষে তিনি প্রতিষ্ঠানটির কম্পিউটার, সেলাই, চারুকলা, তাঁতের কাজ প্রশিক্ষণ পরিদর্শন করেন।