আমরা একলা নির্বাচন করব : এরশাদ
এখন থেকে জাতীয় পার্টি এককভাবে সব নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরশাদ বলেছেন, ‘আজ থেকে জাতীয় পার্টি একলা। আমরা একলা নির্বাচন করব।’
আজ রোববার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এরশাদ এ কথা বলেন। এ সময় আসন্ন পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির হয়ে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা উপস্থিত ছিলেন। সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এরশাদ। জাতীয় পার্টি ২০০ পৌরসভা নির্বাচনে অংশ নেবে বলে সভা থেকে জানানো হয়।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘আমরা কারো সঙ্গে জোট করব না। জোট করলে আমরা যার সঙ্গে জোট করব তারা লাভবান হবে। আমরা সে জোট করতে চাই না।’
সভায় জাতীয় পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেন, ‘আমরা কিন্তু ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ক্ষমতার কাছেও যেতে পারিনি। এবারই মাত্র আমরা অনেক চেষ্টা করে বিরোধী দলে রয়েছি। তারপরেও অনেক বাধা ও প্রতিবন্ধকতা এসেছে। সবকিছু পার হয়ে আমরা এসেছি। এখানে অনেক প্রতিযোগিতা থাকবে। বড় শক্তিশালী দল হিসেবে আমাদের সংগঠনটা দাঁড় করাতে হবে।’ তিনি আরো জানান, বড় দুই দলের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে চায় তাঁর দল।