দিনাজপুরে বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলন শুরু
তিনদিনব্যাপী বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত সম্মেলনের দ্বিতীয় দিন আজ। আজ রোববার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ কাঞ্চনে ভারতীয় প্রতিনিধিদল ও বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক বসে।
বৈঠকে ভারতীয় দলের ১১ সদস্যের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) ও পুলিশ সুপাররা। এদিকে বাংলাদেশের পক্ষে যোগ দিয়েছেন দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বর্ডার গার্ড বাংলাদেশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে দুই দেশের অবকাঠামো উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যে গতি, অনুপ্রবেশ বন্ধ, মাদক ও চোরাচালান বন্ধ, সীমান্তে গুলি করে মানুষ হত্যা বন্ধ, বন্দি প্রত্যার্পণ চুক্তি, সীমান্তে হাট স্থাপন, জমিসংক্রান্ত সিএস রেকর্ড হস্তান্তরের বিষয়গুলো আলোচনা হয়।
প্রতিনিধিদলটি আগামীকাল সাংবাদিকদের ব্রিফিং শেষে দেশে ফিরে যাবেন।