হাকিমপুর পৌর মেয়র পদে আ. লীগের ৪ নেতার আবেদন
দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগের চার নেতা। গতকাল শনিবার বিকেলে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে তাঁরা এই আবেদন করেন।
urgentPhoto
এঁরা হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সৈয়দ মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
এদিকে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন বলেন, ‘আমরা দলীয়ভাবে তাঁদের মধ্যে সমঝোতার চেষ্টা করেছি। কিন্তু কেউ কাউকে ছাড় না দেওয়ায় ওই প্রার্থীরা জেলা কমিটির কাছে আবেদন করেছেন। জেলা কমিটি তাঁদের আবেদনপত্রটি দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। সেখান থেকে দলের সভানেত্রী সিদ্ধান্ত দেবেন।’