সীমান্তে মানুষ হত্যা শূন্যে আনার প্রতিশ্রুতি
সীমান্তে গুলি করে মানুষ হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে দিনাজপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিন দিনব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয়েছে।
সম্মেলনের শেষ দিন আজ সোমবার সকালে দুই দেশের প্রতিনিধিরা জেলার পর্যটন মোটেলের হলরুমে এক সংবাদ সম্মেলনে ঘোষণা পাঠ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সীমান্ত সম্মেলনে দুই দেশের প্রতিনিধিরা মোট ১৭টি বিষয়ে একমত হয়েছেন। এর মধ্যে রয়েছে সীমান্তে বিএসএফ কর্তৃক গুলি করে মানুষ হত্যা শূন্যতে নামিয়ে আনা, মাদক ও মানবপাচার রোধ, বন্দি প্রত্যর্পণ, সীমান্ত হাট চালু, জমি-সংক্রান্ত সিএস রেকর্ড হস্তান্তর ইত্যাদি।
বাংলাদেশের দলনেতা দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. খায়রুল আলম ও ভারতীয় দলনেতা মালদা জেলা প্রশাসক (ডিএম) পৃথ্বি সরকার সংবাদ সম্মেলনে উভয় দেশের পক্ষে ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক (ডিসি) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলন শেষে ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা দেশে ফিরে যান।