খাগড়াছড়িতে ভোটের আগে বিএনপির ভোট
খাগড়াছড়ির দুটি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী বাছাই করতে ভোটের আগে ভোট করেছে বিএনপি। খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশী একের অধিক প্রার্থী থাকায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্যরা আজ সোমবার স্বচ্ছ ব্যালটে ভোটের মাধ্যমে মেয়র প্রার্থী বাছাই করেন।
সদর পৌরসভার বেশি ভোট পেয়েছেন জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. আবদুল মালেক মিন্টু এবং মাটিরাঙ্গা পৌরসভায় বেশি ভোট পেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া।
সর্বোচ্চ ভোটপ্রাপ্ত এ দুই নেতার নাম কেন্দ্রে পাঠানো হবে। দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান মনোনীত প্রার্থী হিসেবে এ দুজনকে দলীয় প্রতীক ধানের শীষ দিতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেবেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়ছড়ি সদর পৌরসভার জন্য আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দলীয় কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়। মোট ১৩৮ জনের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে একটি ভোট বাতিল করা হয়।
নির্বাচনে তিন প্রার্থীর মধ্যে জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. আবদুল মালেক মিন্টু ৭৫ ভোট পান। তাঁর নিকটতম প্রার্থী জেলা বিএনপির সদস্য অনিমেষ চাকমা রিংকু পেয়েছেন ৪৪ ভোট।
অন্যদিকে, মাটিরাঙ্গা পৌরসভার জন্য দুপুর ২টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া পেয়েছেন ৫৬ ভোট আর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী পেয়েছেন ৪৪ ভোট।
আ.লীগ কেন্দ্রে যে দুজনের নাম পাঠাবে
এদিকে, আওয়ামী লীগ খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শানে আলম ও মাটিরাঙ্গা পৌরসভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হকের নাম কেন্দ্রে পাঠাবে বলে জানা গেছে।
গতকাল রোববার রাতে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার শহরের বাসভবনে ১৫ সদস্যের নির্বাচনী প্যানেল দীর্ঘ বৈঠক শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করে।
সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা গণমাধ্যমকে জানান, খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে চারজন ও মাটিরাঙ্গা পৌরসভায় পাঁচজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন।