খাগড়াছড়িতে অবরোধে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত আটটি সংগঠনের কর্মীরা ইটপাটকেল ছোড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরেক ছাত্র। হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতিসহ দুজনের মুক্তির দাবিতে আধাবেলা অবরোধ কর্মসূচি চলাকালে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পনেশ্বর ত্রিপুরার (১৪) বাড়ি রাবারবাগান এলাকায়। সে আদর্শ হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। আহত তরুণ ত্রিপুরাও (১৫) একই স্কুলের ছাত্র। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন জানান, অবরোধ সমর্থকরা খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের রাবারবাগান এলাকায় পাহাড় থেকে একটি চলন্ত ট্রাকের ওপর ইটপাটকেল ছুড়ে মারে। এ সময় ট্রাকটির চাকার নিচে চলে যায় দুই ছাত্র। ঘটনাস্থলেই পনেশ্বর ত্রিপুরা নিহত হয়। আহত হয় তরুণ ত্রিপুরা। এরপর ঘটনাস্থল থেকে অবরোধকারীরা ও ট্রাকসহ চালক পালিয়ে যান। এ ঘটনার পর ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ওসি আরো জানান, বৌদ্ধ গয়া থেকে ফেরার পথে জালিয়াপাড়া এলাকায় তীর্থযাত্রীদের একটি বাসেও পাহাড়ের ওপর থেকে ইট-পাটকেল ও তীর নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ থাকে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচের যাত্রী ও পর্যটকরা আটকা পড়েন।
অবরোধের সমর্থনে সংগঠনের নেতাকর্মীদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। অবরোধকে কেন্দ্র করে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
গত রোববার ফিলিস্তিন সংহতি দিবস ও একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবিতে আটটি সংগঠনের কনভেনিং কমিটি মিছিল বের করার চেষ্টা করে। অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভানেত্রী নিরূপা চাকমা ও দপ্তর সম্পাদক দ্বিতীয়া চাকমাকে আটক করে পুলিশ।
তাঁদের মুক্তি দাবিতেই আজ সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি আটটি সংগঠন এই আধাবেলা অবরোধের ডাক দেয়।