দিনাজপুরে পল্লী চিকিৎসককে গুলি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ইছামতি কলেজ এলাকায় বীরেন্দ্র নাথ রায় (৫৫) নামের এক পল্লী চিকিৎসককে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বীরেন্দ্র নাথ রায় উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর নাপিতপাড়া গ্রামের বাসিন্দা।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন বীরেন্দ্র নাথ রায়। পথে ইছামতি কলেজের সামনে তাঁকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে একটি গুলি তাঁর পিঠে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজ সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও ওসি জানান ।