হাকিমপুরে তিন দলের মেয়র পদপ্রার্থী ঘোষণা
দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ ছাড়া স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র নিয়েছেন সুমন খন্দকার।
আওয়ামী লীগ থেকে জামিল হোসেন চলন্ত, বিএনপির সাখাওয়াত হোসেন শিল্পী ও জাতীয় পার্টির সুরুজ আলী শেখের নাম ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার পৃথক পৃথকভাবে এ তিন দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করে।
এদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইছাহাক আলী সরকার আজ রাত সাড়ে ৮টার দিকে জানান, সহকারী রির্টানিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ পর্যন্ত চারজন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।