হাসপাতালের ফ্ল্যাগ স্ট্যান্ড পড়ে শিশুর মৃত্যু
খাগড়াছড়ি সদর হাসপাতালে খেলতে গিয়ে মাথায় ফ্ল্যাগ স্ট্যান্ড পড়ে ইয়াছিন রাহুল (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন খাগড়াছড়ি শহরের উত্তর গঞ্জপাড়ার বাসিন্দা মো. কবির হোসেন ও আছিয়া বেগম রুনির ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুউদ্দিন ভূইয়া বলেন, শিশুটি তার অসুস্থ মা রুনির সঙ্গে হাসপাতালে আসে। টমটম থেকে নেমে শিশু ইয়াছিন হাসপাতালের সামনে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নিয়ে নাড়াচাড়া করতে থাকে। এ সময় স্ট্যান্ডটি মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।
নিহত ইয়াছিন রাহুলের মা আছিয়া বেগম রুনি এ ঘটনায় হাসপাতাল কর্তপক্ষকে দায়ী করেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সঞ্জীব ত্রিপুরা বলেন, শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে। এটি একটি দুর্ঘটনা।
জেলা সিভিল সার্জন নিশিত রঞ্জন মজুমদার জানান, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।