পিঠ বাঁচাতে নির্বাচন করছে বিএনপি : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়ন দেখে বিএনপি এখন দিশেহারা। তারা এখন পিঠ বাঁচাতে পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে।’
আজ শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে দুইদিনব্যাপী উদ্ভিদ বিজ্ঞানবিষয়ক বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের এসব কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য। এ সময় তিনি বিএনপি-জামায়াতের আন্দলোন মোকাবিলায় বাংলাদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মতিয়া চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি খাতে ব্যাপক উন্নয়ন করেছে। তা দেখে বিএনপি-জামায়াত এখন বিদেশিদের হত্যা করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনস্থলে কৃষিবিষয়ক তথ্য জানাতে বিভিন্ন স্টল বসেছে।
আগামী ৩০ডিসেম্বর সারাদেশে ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম মেয়র পদে দলীয়ভিত্তিতে নির্বাচন হচ্ছে। তবে কাউন্সিলরা আগের মতোই স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ নির্বাচন কমিশনের নিবন্ধিত বিভিন্ন দল নিজ নিজ মার্কায় অংশ নিচ্ছে।