হিলি সীমান্তে বিএসএফের গুলি
দিনাজপুরের হিলি সীমান্তে চোরাচালানিদের ওপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশে চোরাচালান পণ্য পাচারের চেষ্টাকালে বিএসএফ ওই চোরাচালানিদের লক্ষ্য করে গুলি চালায়। এতে কেউ হতাহত হয়নি। আজ শুক্রবার সন্ধ্যায় সীমান্তের ভারত অংশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সন্ধ্যা ৬টার দিকে হিলি সীমান্তের বিজিবির সিপি ক্যাম্পের অধীনের ৯ নম্বর পোস্ট এলাকা দিয়ে একদল ভারতীয় চোরাচালানি বাংলাদেশে অবৈধ পণ্য পাচার করার চেষ্টা করে। এ সময় বিএসএফের এক সদস্য বাংলাদেশে পণ্য পাচারের ঘটনাটি দেখতে পেয়ে তাদের লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। এর পরেই কর্তব্যরত বিজিবি সদস্যরা গুলির ঘটনায় তাৎক্ষণিক বিএসএফের কাছে প্রতিবাদ করেন। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় এতে কেউ হতাহত হয়নি।
সীমান্তের বাংলাদেশ অংশের ধরন্দা গ্রামের স্থানীয় দোকানি আবদুল লতিফ জানান, গুলির ঘটনাটি ভারতের হিলির ফকিরপাড়া এলাকায় ঘটেছে। গুলিটি যদি বাংলাদেশের দিকে লক্ষ্যভেদ হতো, তাহলে কর্তব্যরত বিজিবি সদস্য বা স্থানীয় লোকজন হতাহত হতেন।
এদিকে যোগাযোগ করা হলে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার ফজলুর রহমান জানান, গুলি হয়েছে কি না বলতে পারবেন না। তবে সেখানে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।