চুয়াডাঙ্গায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন বাতিল
চুয়াডাঙ্গার তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পৌর এলাকার ১০০ ভোটারের সমর্থনের কাগজে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র আজ শনিবার অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে তাঁরা হলেন চুয়াডাঙ্গা সদর পৌরসভায় বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী মজিবুল হক, দর্শনা পৌরসভায় বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নাহারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও আলমডাঙ্গা পৌরসভায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আলমগীর হোসেন।
আজ চুয়াডাঙ্গা সদর, দর্শনা ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। অন্যদিকে জীবননগর পৌরসভায় আজ কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। সেখানে মেয়র পদে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ হবে আগামীকাল রোববার। ওই দিন বাকি তিনটি পৌরসভায় কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
সদর পৌরসভায় মেয়র পদে আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরা। এ সময় বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী মজিবুল হকের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেন তিনি।