চুয়াডাঙ্গায় ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
চুয়াডাঙ্গা জেলার ৪টি পৌরসভা নির্বাচনে মনোনায়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মনোনায়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে মেয়র পদে ১৯ জনের মনোনায়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রির্টানিং অফিসার । বাতিল করা হয়েছে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র।
এর মধ্যে দর্শনায় দুজন, চুয়াডাঙ্গা সদরে একজন এবং আলমডাঙ্গা পৌরসভায় একজন প্রার্থীর মনোনায়নপত্রে ত্রুটি থাকায় সেগুলো বাতিল করেছেন জেলা রির্টানিং অফিসার আনজুমান আরা।
রির্টানিং অফিসার আনজুমান আরা জানান, মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থীদের মধ্যে আছেন চুয়াডাঙ্গা সদর পৌরসভার বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী মজিবুল হক এবং দর্শনা পৌরসভায় বিএনপির বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নাহারুল ইসলাম। এই দুই প্রার্থীসহ মনোনয়নপত্র বাতিল হওয়া পাঁচ প্রার্থীর সবাই জমা দেওয়া মনোনায়নপত্রের সাথে পৌরএলাকার ১০০ ভোটারের সমর্থনসহ যে কাগজ জমা দেওয়া হয়েছে সেখানে তথ্যে অসঙ্গতি আছে।