খাগড়াছড়ি ও মাটিরাঙা মেয়র পদে ১০ জন
খাগড়াছড়ি ও মাটিরাঙা পৌরসভায় ১০ মেয়র পদপ্রার্থীসহ ১১৮ জনের মনোনয়নপত্র বৈধ এবং এক মেয়রসহ ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত ৩ ডিসেম্বর ১২৪ জন তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে দুই পৌরসভায় মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১১ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে জমা দিয়েছিলেন ৯১ জন ।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, মাটিরাঙা পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে মো. শামছুল হক, বিএনপির প্রার্থী হিসেবে মো. বাদশা মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মো. আলী আশ্রাফের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মাটিরাঙা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আট এবং সাধারণ কমিশনার পদে ৪৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে এক প্রার্থী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা গোপন করার কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন জানান, খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শানে আলম, বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, জাতীয় পার্টির মোহাম্মদ ইছহাক, নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল আলম, ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধীমান খীসা, দীপায়ন চাকমা ও কিরণ মারমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে, হলফনামায় ১০০ জন ভোটারের সই না থাকার কারণে অ্যাডভোকেট সমারী চাকমার মেয়র পদে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
এ ছাড়া খাগড়াছড়ি পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ধূমকেতু মারমা, চিরঞ্জিত ত্রিপুরা ও মংচিনু মারমা এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আয়েশা আক্তার লাকী হলফনামায় তথ্য গোপন করার কারণে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
খাগড়াছড়ি পৌরসভার রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এ টি এম কাউছার হোসেন জানান, জেলা প্রশাসক বরাবর বাতিল ঘোষিত মনোনয়নপত্রের প্রার্থীরা আপিল করতে পারবেন এবং আগামী ১৪ ডিসেম্বর বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।