মুক্তিযোদ্ধা সংসদের খাগড়াছড়ি কমান্ডারকে অপসারণ দাবিতে অনশন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের খাগড়াছড়ি জেলা কমান্ডারকে অপসারণের দাবিতে অনশন করছেন ওই জেলার মুক্তিযোদ্ধারা। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা ইউনিট কমান্ডার রইস উদ্দিনের বিরুদ্ধে হয়রানি,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন সাধারণ মুক্তিযোদ্ধারা। আজ রোববার সকালে জেলার শাপলা চত্বর মুক্তমঞ্চে খাগড়াছড়ি জেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা এ কর্মসূচিতে অংশ নেয়।
অনশন চলাকালে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বিষয়টি সমাধানের আশ্বাস দিলে মুক্তিযোদ্ধারা অনশন কর্মসূচি স্থগিত করেন। এ সময় সংসদ সদস্য মুক্তিযোদ্ধাদের শরবত পান করিয়ে অনশন ভাঙান।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. কাবিল মিয়ার সভাপতিত্বে অনশন চলাকালীন সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা কমান্ডার মো. আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. জারুল্লাহ, মো. আব্দুল হানিফ লিটন, মো. হারুন মিয়া, দীন মোহাম্মদ এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মংসাথোয়াই চৌধুরী।
এ সময় মাটিরাঙা, খেদাছড়া, আমতলী, গুইমারা, তাইন্দং, মোল্লা বাজার, গোরাংগপাড়া, বড়নাল, নতুনপাড়া, ভূইয়াপাড়া, দীঘিনালাসহ ৯টি উপজেলার মুক্তিযোদ্ধারা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।