বর্ণাঢ্য আয়োজনে রামগড় মুক্ত দিবস পালন
বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে খাগড়াছড়ি জেলার রামগড় মুক্ত দিবস।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ী শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
পরে শহরের বিজয় ভাস্কর্য চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলার রামগড় হানাদার মুক্ত হয়।
মুক্তিযুদ্ধের সেক্টর ১-এর সদর দপ্তর ও তৎকালীন মহকুমা শহর রামগড়ে ৭ ও ৮ ডিসেম্বর দুই দফায় ভারতীয় বিমানবাহিনীর তিনটি জেট বিমান দখলদার বাহিনীর অবস্থানগুলোর ওপর প্রবল বোমা বর্ষণ করে। পাশাপাশি মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী সম্মিলিতভাবে কঠোর আক্রমণ চালায় পাক হানাদারদের ওপর।
প্রবল আক্রমণে টিকতে না পেরে শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে সদলবলে রামগড় থেকে পালাতে শুরু করে হানাদার বাহিনী। ৮ ডিসেম্বর বিকেলে মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা (মরহুম) সুলতান আহমদ রামগড়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। খাগড়াছড়ি জেলার এটিই প্রথম মুক্তাঞ্চল। পরের দিন মুক্তিযোদ্ধারা চট্টগ্রামের দিকে হানাদারদের ধাওয়া করেন।