দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে আইন ও বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয় না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, মানবাধিকার নিয়ে কথা বলা দেশগুলোর চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেক ভালো।
আজ বুধবার খাগড়াছড়ি পুলিশ লাইনে জেলার পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের এখানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় না। আমাদের এখানে যেসব দেখেন পুলিশের সঙ্গে যেসব বন্দুকযুদ্ধ হয়, সেসব জায়গায় আসলে বন্দুকযুদ্ধই হয়। দুষ্কৃতকারীরা আসলে অ্যাটাক করে কিংবা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেসব ক্ষেত্রে এসব ঘটনা ঘটে। কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আমাদের পুলিশ বা আমাদের নিরাপত্তা বাহিনী ঘটায় না। এগুলো নেহাতই আক্রমণের পরের প্রতিক্রিয়ার ঘটনা। এগুলো কিন্তু শুধু আমাদের দেশেই না, সারা পৃথিবীতে যারা এ ধরনের মানবাধিকারের কথা বলে তাদের দেশে আরো বেশি। তাদের তুলনায় আপনারা পৃথিবীর জরিপগুলো দেখেন সেখানে আমাদের পজিশন অনেক ভালো। কাজেই এই মানবাধিকার আমরা যথার্থভাবে সমুন্নত রাখছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমি এইটুকুই বলব মানবাধিকার রক্ষার জন্য বাংলাদেশ যা করছে, আমি তো মনে করি আমাদের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানবাধিকারের যে সমস্ত নিয়মাবলি, বিধিনিষেধ রয়েছে তা বাংলাদেশ সঠিকভাবে পালন করে যাচ্ছে। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা যে ঘটে না সেটা আমি বলব না। কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা সারা পৃথিবীর সব জায়গায় ঘটছে। তারপরও আমরা মনে করি আমরা সব কিছু সুন্দরভাবে মানবাধিকার সমুন্নত রাখার জন্য সব ধরনের কাজ করছি।’
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলী উপস্থিত ছিলেন।