খাগড়াছড়িতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন
খাগড়াছড়ি জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিজিবির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল সাজ্জাদ হোসেন ও বিএসএফের পক্ষে ত্রিপুরার উদয়পুর সেক্টরের ডিআইজি কৈলাস চান্দ।
সম্মেলনে সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা, সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান দমনসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে ফেনী নদী পার হয়ে বাংলাদেশে এলে বিএসএফ দলকে ফুল দিয়ে স্বাগত জানায় বিজিবি। পরে বিজিবির একটি দল তাদের গার্ড অব অনার প্রদান করে।