একযোগে কাজ করতে একমত
খাগড়াছড়ি জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত বৈঠক শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের সীমান্তের চোরাচালান, অবৈধ পারাপারসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে একযোগে কাজ করতে বিজিবি ও বিএসএফ একমত হয়েছে।
বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান বিজিবির খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সাজ্জাদ হোসেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রামগড় পৌরভবনের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। বৈঠকে বিজিবি প্রতিনিনিধিদলের নেতৃত্ব দেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল সাজ্জাদ হোসেন। বিএসএফের পক্ষে প্রতিনিধিত্ব করেন ত্রিপুরা ফ্রন্টিয়ার্সের নোডাল অফিসার শ্রী ডি এস ভারতী।
বৈঠকে রামগড়স্থ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রশিদ, ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামাল আহমেদ, ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ আহমেদ চৌধুীরী, ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। বিএসএফের অন্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন ত্রিপুরা ফ্রন্টির্য়াসের ডিআইজি (অপস) সঞ্জয় ইয়াদেব, পানিসাগর সেক্টরের ডিআইজি ডিকে শর্মা, তেলিয়ামুড়া সেক্টরের ডিআইজি রাজিব সিনহা, ১৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার সিন্ধু কুমার, ১১০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার টি টি পারকা, ১০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার এ কে বিদ্যার্থী, ৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার নবীন মোহন শর্মা ও ৭৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার এইচ পি সোহি।
বৈঠক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি ও দক্ষিণ ত্রিপুরা সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপারসহ সীমান্ত অপরাধ দমন প্রভৃতি বিষয় নিয়ে বৈঠকে আলেচানা হয়।
বৈঠক শেষে বিজিবির কর্নেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, বৈঠক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠকে সব আলোচনাই ফলপ্রসূ হয়েছে।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে ফেনী নদী পার হয়ে বাংলাদেশে এলে বিএসএফ দলকে ফুল দিয়ে স্বাগত জানান কর্নেল সাজ্জাদ হোসেন।