পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে চালক নিহত
খাগড়াছড়ি জেলার রামগড়ে পাহাড়ের মাটি চাপা পড়ে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যটিলা এলাকায় পাহাড় কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহাব উদ্দিন (২২) উপজেলার চৌধুরীপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ব্যাপারে রামগড় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. কুদ্দুস আফ্রাদ জানান, আজ সকালে বিক্রির জন্য চার থেকে পাঁচজন শ্রমিককে সঙ্গে নিয়ে বৈদ্যটিলা এলাকার আবদুল মতিনের বাড়ির কাছের পাহাড়ের মাটি কাটেন সাহাব উদ্দিন। ট্রাক্টর ভরাট করার সময় হঠাৎ বিকট শব্দ পাহাড় থেকে মাটির বিশাল একটি চাঁই ভেঙে পড়লে গুরুত্বর আহত হন তিনি।
সাহাব উদ্দিনের বড় ভাই শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে রামগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম নেওয়ার পথে দুপুরে মানিকছড়িতে মারা যান তিনি।
ঘটনার পর পরই মান্নান কোম্পানি ঘটনাস্থল থেকে তাদের ট্রাক্টরটি সরিয়ে নিয়ে গেছে।
খবর পেয়ে রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, সহকারী পুলিশ সুপার রামগড় (সার্কেল) হুমায়ুন রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।