চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বন বিভাগের কার্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাহাজুদ্দিনের (৬৫) বাড়ি আলমডাঙ্গা কলেজপাড়ায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনদিন আগে সাহাজুদ্দিন আলমডাঙ্গা থেকে জাফরপুরে মেয়ের বাড়িতে বেড়াতে যান। প্রাতর্ভ্রমণ করতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়।