বাউলদের প্রতিবাদ, দায়ীদের আটক ও শাস্তি দাবি
চুয়াডাঙ্গায় বাউল উৎসবের আয়োজককে খুন ও ওরস মাহফিলে হামলার প্রতিবাদ জানিয়েছে বাউল সম্প্রদায়। এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মিছিল, মানববন্ধন কর্মসূচির পাশাপাশি জেলা প্রশাসক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বাউলকল্যাণ সংস্থা।
আজ রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে জেলা বাউল কল্যাণ সংস্থার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বাউলরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে জেলা প্রশাসক সায়মা ইউনুস ও জ্যেষ্ঠ পুলিশ সুপার ছুফি উল্লাহর কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বাউল উৎসবের আয়োজক পান ব্যবসায়ী জাকারিয়া হোসেন হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ সময় জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি মহিউদ্দিন শাহ বলেন, ‘আমরা এ ঘটনায় সংস্কৃতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। সেই সঙ্গে সাধুদের নিরাপদে সাধুসঙ্গ করার সুযোগ দিতে হবে। সরকার যদি দাবি পূরণ না করে সারা দেশের বাউলদের নিয়ে একযোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বাউলকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক রইচ উদ্দিন শাহ, মেহেরপুর জেলা বাউলকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মজনু বাউল প্রমুখ।
গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে জাকারিয়া হোসেনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় আকন্দবাড়িয়া গুচ্ছগ্রাম ফকিরবাগানে ওরস চলছিল। জাকারিয়া হোসেন ওই ওরসের একজন আয়োজক ছিলেন।
এদিকে গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকায় হাটকালুগঞ্জে আয়োজিত ওরস শরিফে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় পাঁচজন আহত হয়।