মেয়র পদে লড়বেন ৯২৩ জন
আসন্ন নির্বাচনে দেশের ২৩৪টি পৌরসভায় লড়বেন ৯২৩ জন মেয়র পদপ্রার্থী। এঁদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ৬৫০ জন। আর কোনো দলের ব্যানার ছাড়া স্বতন্ত্র হিসেবে লড়বেন ২৭১ জন।
আজ সোমবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ফরহাদ হোসেন এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান।
২০টি রাজনৈতিক দলের প্রার্থীরা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে কমিশন। মেয়র পদপ্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ২৩৪ জন, বিএনপির ২২০ জন, জাতীয় পার্টির ৭৩, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ২০ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১৭ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫৬ জন।
পৌরসভা নির্বাচনে অংশ নিতে সারা দেশের মোট এক হাজার ২১৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায় ১৫৭ জনের মনোনয়ন।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের ২৩ জন এবং ১২৯ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১৬২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে বিএনপির তিনজন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির একজন, বিকল্প ধারা বাংলাদেশের একজন, জাতীয় পার্টির ১২ জন, জাসদের চারজন, ইসলামী আন্দোলনের একজন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন।