নীরবের মৃত্যুতে ম্যানহোল তদারক কর্মকর্তার রিমান্ড মঞ্জুর
রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে পাঁচ বছরের শিশু নীরবের মৃত্যুর ঘটনায় আটক ম্যানহোল তদারক কর্মকর্তা শাহরিয়ার আহম্মেদ শুকুর মিয়ার দুদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শাহরিয়ারকে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক আরশেদুল হক সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান। ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার রিমান্ড মঞ্জুর করেন।
৮ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলার সময় ড্রেনে পড়ে ডুবে মারা যায় নীরব। খবর পেয়ে ঘটনাস্থল ও আশপাশের ড্রেনে নেমে তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বুড়িগঙ্গার তীরে একটি তারের জালে অচেতন অবস্থায় নীরবকে খুঁজে পান এক উদ্ধারকর্মী। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক রাত ৯টার দিকে নীরবকে মৃত ঘোষণা করেন।
৯ ডিসেম্বর সকালে লাশের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কাজী আবু শামা। তিনি সাংবাদিকদের বলেন, ‘পানিতে ডুবেই নীরবের মৃত্যু হয়েছে। শরীরে গভীর কোনো ক্ষতের চিহ্ন নেই। শুধু রোলিংয়ের (গড়ানো) কারণে পেট, কপাল ও মুখে কিছু জখম রয়েছে।’
আবু শামা জানান, নীরবের পাকস্থলীতে যে খাবার পাওয়া গেছে, তা পরীক্ষা করে মনে হয়েছে মৃত্যুর ঘণ্টা খানেক আগে খেয়েছিল শিশুটি।