মাওলানা জালাল উদ্দীনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ির মসজিদ, মাদ্রাসা, পোস্টঅফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মাওলানা জালাল উদ্দিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।
২০১১ সালের ১৬ ডিসেম্বর জালাল উদ্দিন ৯২ বছর বয়সে ইন্তেকাল করেন। মরহুম জালাল উদ্দিন ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, সৌদি আরবসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তাঁর এক ছেলে অধ্যাপক ডা. এ এইচ এম রওশন ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিসিন ও গ্যাস্ট্রো অ্যান্টারোলজির অধ্যাপক, এক ছেলে ডা. মাহবুবুল হক মহাখালীতে ক্যান্সার হাসপাতালের পেন্টাল সার্জন, দুই ছেলে আবদুল বাতেন ও আবদুল মতিন সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার।
মরহুম জালাল উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নিজ গ্রামে কোরআনখানি, কাঙালিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।