আচরণবিধি লঙ্ঘন : দুই মন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ
পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে দুই মন্ত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রকাশ করতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে। এ ছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে এর জবাব দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী ডাকযোগে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে দুই মন্ত্রী গত ৭ ডিসেম্বর ময়মনসিংহের ফুলপুরে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী পথসভায় অংশ নেন। এটা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এ বিষয়ে নির্বাচন কমিশন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠায়। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
আইনি নোটিশে বলা হয়, দুই মন্ত্রীর বিরুদ্ধে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো আইনগত ব্যবস্থা নিয়েছে কি না, তা প্রকাশ না করা হলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।