মাটিরাঙায় পাঁচ প্রার্থীকে অর্থদণ্ড
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থীসহ চার কাউন্সিলর পদপ্রার্থীকে অর্থদণ্ডাদেশ দিয়েছেন নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মাটিরাঙা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই পাঁচজনকে অর্থদণ্ডের আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত প্রার্থীরা হলেন- মাটিরাঙা পৌরসভার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডালিম প্রতীকের রিয়াজ উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের টেবিল ল্যাম্প প্রতীকের নুরুল আমিন নুরু, একই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পাঞ্জাবি প্রতীকের আমির হোসেন রাকিব ও সংরক্ষিত (৪, ৫, ৬) মহিলা কাউন্সিলর পদপ্রার্থী কাঁচি প্রতীকের সেলিনা মজুমদার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মেয়র পদপ্রার্থী শামছুল হক তাঁর নির্বাচনী পোস্টারে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করায় তাঁকে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পোস্টার পরির্বতনের জন্য বলা হয়েছে।
এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরপদপ্রার্থী রিয়াজ উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন ও আমির হোসেন রাকিব এবং সংরক্ষিত (৪, ৫, ৬) মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সেলিনা মজুমদারকে আচরণবিধি লঙ্ঘন করে যত্রতত্র পোস্টার লাগানোর দায়ে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সঙ্গে নির্বাচনী আচরণবিধি মানতে সতর্ক করা হয়েছে।