জেএমবি সদস্যদের আত্মসমর্পণের আহ্বান র্যাবের ডিজির
জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের প্রশাসনের কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তিপূর্ণ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
আজ সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরের রেস্টহাউস সংলগ্ন মাঠে ‘অপরাধ প্রতিরোধমূলক সভায়’ র্যাবের ডিজি এ আহ্বান জানান।
বেনজীর আহমেদ বলেন, ‘জেএমবি সদস্যরা মসজিদ-মন্দিরে বোমা মারছে, বিদেশি নাগরিকদের হত্যা করছে। আর এর মাধ্যমে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি কলঙ্কিত করছে।’ তিনি বলেন, ‘জেএমবি, উগ্র মৌলবাদ ও ধর্মের নামে যারা নাশকতা চালাচ্ছে, তা মূল থেকে প্রতিরোধ করে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।’
এ সময় র্যাবের ডিজি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে জেএমবির নাশকতা রোধে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রংপুরে র্যাব-১৩-এর আয়োজনে এ সভায় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবির, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।
গত ১৮ নভেম্বর দিনাজপুর শহরের মির্জাপুর বিআরটিসি বাস ডিপো এলাকায় ইতালিয়ান নাগরিককে দুর্বৃত্তরা গুলি করে হত্যার চেষ্টা করে; ৪ ডিসেম্বর কান্তজিউ রাসমেলায় যাত্রা প্যান্ডেলে বোমা হামলা এবং ১০ ডিসেম্বর কাহারোলের জয়নন্দহাট ইসকন মন্দিরে বোমা হামলা ও গুলি করে দুর্বৃত্তরা। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবাদে আজ সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরের রেস্টহাউস মাঠ প্রাঙ্গণে অপরাধ প্রতিরোধমূলক সভার আয়োজন করা হয়।