হিলিতে মেয়র পদপ্রার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার বৈঠক
নির্বাচনের আচরণবিধি নিয়ে হাকিমপুর পৌরসভার মেয়র পদপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রিটার্নিং কর্মকর্তা আজাহারুল ইসলামের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন শিল্পী, আওয়ামী লীগের জামিল হোসেন চলন্তের পক্ষে তাঁদের প্রতিনিধি এবং জাতীয় পার্টির সুরুজ আলী শেখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, প্রচারে আচরণবিধি যেন লঙ্ঘন করা না হয়, সেদিকটি লক্ষ রাখার জন্য প্রার্থীদের ডেকে বৈঠক করা হয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।